আজ: বুধবার, ২৬ মার্চ ২০২৫ইং, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০২৩, বুধবার |

kidarkar

রমজান উপলক্ষে ৯০০ পণ্যের দাম কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক : রমজান মাস উপলক্ষে ৯০০ পণ্যের দাম কমালো কাতার। প্রতি বছরের মতো এবারও রমজানের আগে পণ্যের দাম কমালো দেশটির সরকার। খবর: দ্য পেনিনসুলা কাতার।

২০২১ সালে কাতার প্রায় ৬৫০ পণ্যের দাম কমিয়েছিল এবং ২০২২ সালে আটশোর বেশি পণ্যের দাম কমানো হয়।

কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় চলতি বছর রমজান শুরু হতে পারে আগামী ২৩ মার্চ। তার আগে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, গত রোববার থেকে দেশটিতে নয় শতাধিক পণ্য বিশেষ মূল্যছাড়ে বিক্রি শুরু হয়েছে। চলবে রমজান শেষ হওয়া পর্যন্ত।

কাতারের বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

কাতারের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, খাত্য ও ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় পবিত্র রমজানে সেগুলো কম দামে জনগণের কাছে পৌঁছে দেয়ার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

কাতারে রমজান উপলক্ষে পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় খাদ্যসহ বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যের দাম কমানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে চাল, ময়দা, নুডুলস, দই ও দুগ্ধজাত পণ্য, সিরিয়াল ও কর্নফ্লেক্স, গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক, রান্নার তেল, মাখন, পনির, জুস, চিনি, কফি, লবণ, খেজুর, বোতলজাত পানি, টিস্যু পেপার, ডিটারজেন্ট পাউডার, পেস্ট্রি, লেবু, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, টমেটোর পেস্ট, চা, ঘি, খামির, ব্যক্তিগত স্বাস্থ্যপণ্য, আবর্জনা ব্যাগসহ আরও অনেক কিছু।

কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় (এমওসিআই) এক বিবৃতিতে বলেছে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় মন্ত্রণালয় এবারও পণ্যের দাম কমিয়েছে। এ ধারা প্রতিবছরের রমজানে অব্যাহত রাখা হবে। নাগরিক ও বাসিন্দাদের সুবিধার্থে ভোক্তাপণ্যের দাম কমানো হয়েছে এবং আশা করা যায় এতে তাদের মধ্যে কেনাকাটার হার বেড়ে যাবে।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরাও রমজান উপলক্ষে কয়েক হাজার পণ্যের দাম কমিয়েছেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.