বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে ম্যাচ অফিসিয়াল যারা

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সিরিজ শেষ হতে না হতেই আরেকটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোমধ্যে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। এর মধ্যেই সিলেটে বিসিবি একাদশের সঙ্গে এক প্রস্তুতি ম্যাচ খেলেছে কার্টিস ক্যাম্ফারের দল। বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৭৮ রানে হারিয়ে নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিয়েছে সফরকারীরা।
এই সিরিজের ওয়ানডে ও টেস্টের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারদের তালিকা এখনও প্রকাশ না হলেও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। ওয়ানডে ও টেস্ট সিরিজেও থাকবেন তিনি।
২০০৮ সালের পর বাংলাদেশ সফরে এসেছে আয়ারল্যান্ড দল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ২০ ও ২৩ মার্চ একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে।
এরপর টি-২০ সিরিজ খেলতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের জাতীয় দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৭, ২৯ ও ৩১ মার্চ মাঠে গড়াবে টি-২০ সিরিজের তিন ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ আম্পায়ারদের তালিকা এখনও প্রকাশ করেনি বিসিবি। তবে দেশি আম্পায়াররাই থাকবেন এই দায়িত্বে। সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দেশি আম্পায়াররা দায়িত্ব পালন করেছেন।
ঢাকায় দুই দল খেলবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আলিম দার ও বাংলাদেশের শরফুদৌল্লা ইবনে সৈকত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আহসান রাজা।