সাপ্তাহিক লেনদেনের শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ১ কোটি ২০ লাখ ৪৫ হাজার ৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সী পার্লের ৩৬ লাখ ৯৭ হাজার ৩৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৫০ লাখ ০১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১০৩ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকা, এডিএন টেলিকমের ৯৭ কোটি ৮২ লাখ ২৯ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৯৪ কোটি ৯ লাখ ৭ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯২ কোটি ২ লাখ ৬ হাজার টাকার, বিডিকম অনলাইনের ৭৮ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার টাকা, ইস্টার্ন হাউজিংয়ের ৬৬ কোটি ৭১ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৫ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।