আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ মার্চ ২০২৩, শনিবার |

kidarkar

রূপায়ণ সিটি এবং এভার কেয়ার হসপিটাল -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে রূপায়ণ সিটি এবং এভার কেয়ার হসপিটাল, বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায়, রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অনুমোদিত ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা থেকে বিশেষ সুবিধায় সেবা গ্রহণ করতে পারবে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত নির্ধারিত কর্পোরেট ডেস্ক থেকে রূপায়ণ সিটির গ্রাহক ও
অনুমোদিত ব্যক্তিবর্গ এই সুবিধা নিতে পারবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং, ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে এইচ এম ফরিদুর রহমান- সিনিয়ার জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, জায়দুর রশীদ- জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, মোঃ মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, কাজী সারজীল হাসান- ডিজিএম
মার্কেটিং এবং এভারকেয়ার হসপিটালের পক্ষে এ এম আবুল কাশেম রনি- ডিজিএম ও হেড-কর্পোরেট রিলেশন্স , মোঃ ইফতেখার হোসেন সহকারী ম্যানেজার- কর্পোরেট রিলেশন্স সহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.