রূপায়ণ সিটি এবং এভার কেয়ার হসপিটাল -এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে রূপায়ণ সিটি এবং এভার কেয়ার হসপিটাল, বাংলাদেশ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায়, রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ অনুমোদিত ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে নিজের ও পরিবারের সদস্যের জন্য এভারকেয়ার হসপিটাল ঢাকা থেকে বিশেষ সুবিধায় সেবা গ্রহণ করতে পারবে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত নির্ধারিত কর্পোরেট ডেস্ক থেকে রূপায়ণ সিটির গ্রাহক ও
অনুমোদিত ব্যক্তিবর্গ এই সুবিধা নিতে পারবে।
রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও এভারকেয়ার হসপিটালের হেড অব মার্কেটিং, ভিনয় কাউল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে এইচ এম ফরিদুর রহমান- সিনিয়ার জিএম এইচ আর ও অ্যাডমিনিস্ট্রেশন, জায়দুর রশীদ- জিএম কাস্টমার সার্ভিস ডিভিশন, মোঃ মোর্শেদ আলম -জিএম ও হেড অফ ফাইন্যান্স, কাজী সারজীল হাসান- ডিজিএম
মার্কেটিং এবং এভারকেয়ার হসপিটালের পক্ষে এ এম আবুল কাশেম রনি- ডিজিএম ও হেড-কর্পোরেট রিলেশন্স , মোঃ ইফতেখার হোসেন সহকারী ম্যানেজার- কর্পোরেট রিলেশন্স সহ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আমরা খুবই আনন্দিত।আমরা কি সুঝোগ পাব তা আমদের চিঠির মাধ্যমে জানান।
খুব ভাল।এগিয়ে যান।
Khobe valo akta Uddoge tobe amra Jodi kono Uppokar pain, ta hole to sonai Sohaga, & thanks to Our RUPAYAN GROUP FOR THIS GREART DEAL WITH EVERCARE THANKS TO EVERY ONE,..