পাকিস্তানি পেসারদের সঙ্গে তুলনা সাইফের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলে এখন পর্যন্ত বলার মতো পেস বোলিং অলরাউন্ডার আসেনি। অবশ্য এই না পাওয়ার মধ্যেও আশা জাগিয়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে সে সুযোগও কাজে লাগাতে পারলেন কই! ইনজুরির সঙ্গে ফর্মহীনতার মিশেলে সাইফউদ্দিন দল থেকে বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের উন্নতি দেখছেন তিনি নিজেও। সে কারণে এই অলরাউন্ডার জানেন দলে ঢোকা কতটা কষ্টের!
চলমান ডিপিএলে আবাহনীর হয়ে মাঠ মাতাচ্ছেন সাইফউদ্দিন। অবশ্য নিজের দলে না থাকার প্রসঙ্গে তিনি টেনেছেন পাকিস্তানের পেসারদের উদাহরণ। শনিবার (২৫ মার্চ) ম্যাচ শেষে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে শুনতাম যে অনেক সময় (পাকিস্তান দলে) ওয়াকার ইউনুস ও আকিব জাবেদরাও সুযোগ পেতেন না। এখন তো মাশা-আল্লাহ আমাদের পেস ইউনিট অনেক ভালো। আমরা চাই, (তারা) আরও ভালো খেলুক।’
অবশ্য দলের এমন পেস আক্রমণে নিজেকেও দেখতে চান সাইফউদ্দিন, ‘আমাদের শেষ কয়েকটি সিরিজ যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের পেস ইউনিট দুর্দান্ত করেছে। ওই পেস ইউনিটের যদি সদস্য হতে পারি, সত্যিই খুশি হব। আমিও চেষ্টা করছি। হাসান সুযোগ পেয়েই পাঁচ উইকেট নিয়েছে। তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজরা দুর্দান্ত বোলিং করছে। যোগ্যতা দেখিয়েছে শরীফুলও।’
বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতির কথা জানিয়ে সাইফউদ্দিন বলছিলেন, ‘আগে থেকেই সবার কম-বেশি স্কিল ছিল। আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে মানসিকতায় পরিবর্তন এসেছে। আমি নিজে থেকে যেটা অনুভব করি, তা হলো আমাদের পেসাররা আগের চেয়ে মানসিকভাবে এখন খুবই শক্তিশালী।’