স্কুলে সাবেক ছাত্রীর এলোপাতারি গুলি, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এবার এক নারী গুলি চালিয়ে তিনজন শিশু ও তিন বয়স্ক মানুষকে হত্যা করেছে। সোমবার ন্যাশভিল শহরে এই ঘটনা ঘটে।
আক্রমণকারী একজন ট্রান্সজেন্ডার নারী যার কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। পুলিশ জানিয়েছে, ওই নারীও পুলিশের গুলিতে মারা গেছে।
আক্রমণকারী নারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল। হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। ওই নারীর নাম অড্রে হেল, বয়স ২৮ বছর, পুলিশ এখন তার বিস্তারিত পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে।
এই কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় ২০০ ছাত্র-ছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বছর। এছাড়া স্কুলের তিনজন কর্মীও মারা গেছেন।
ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, বাচ্চাদের দেখে তিনি চোখের জল সামলাতে পারেননি। তিনি জানিয়েছেন, আক্রমণকারী নারী ওই স্কুলেরই ছাত্রী ছিল। তার কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এই দিনের সঙ্গে ও স্কুলের কোনো ঘটনার সঙ্গে তার কোনো যোগ ছিল কি না, তাও দেখা হচ্ছে।
শহরের মেয়র জন ড্রেক বলেছেন, খুবই শোকাবহ ঘটনা। পুরো শহর শোকপালন করছে।
প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, এবার অন্তত অস্ত্র আইন কড়া করা হোক।
বাইডেনের প্রেস সেক্রেটারি বলেছেন, আর কতজন বাচ্চাকে এভাবে হত্যা করা হবে, তারপর রিপাবলিকানরা উদ্যোগী হবে এবং অ্যাসল্ট অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।