আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

‘জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে সক্ষম নয় সরকার : অর্থমন্ত্রী

muhitশেয়ারবাজার রিপোর্ট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে সক্ষমতা বাড়াতে হবে। এখন যে অবস্থায় আমরা আছি, এতে জলবায়ু তহবিলের অর্থ ব্যবহারে পুরোপুরি সক্ষম নই। এ ক্ষেত্রে এখন থেকই ব্যবস্থা নিতে হবে।’

গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল প্রাপ্তির জন্য বুধবার প্রস্তুতিমূলক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং গ্রিন ক্লাইমেট ফান্ডের নির্বাহী পরিচালক হেলা চিখিরুই।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘জলবায়ুগত সমস্যায় ক্ষতির দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যতম। যে সব দেশে জলবায়ুর ক্ষতিকর প্রভাব পড়ছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে। বরং কোনো কোনো দেশের তুলনায় অনেক বেশি ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে।’

তিনি জানান, ২০২০ সালের মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডে জমা হবে প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। এর একটি অংশ বাংলাদেশও পাবে। কিন্তু যেটুকু অংশ পাওয়া যাবে তা ক্ষতির তুলনায় অনেক কম। এ তহবিল থেকে অর্থপ্রাপ্তি কিভাবে বাড়ানো যায় সে চষ্টা করতে হবে। সেই সঙ্গে তা ব্যবহারে সক্ষমতাও বাড়াতে হবে। কেননা ইতোমধ্যেই আমরা জলবায়ু সংক্রান্ত অনেকগুলো ফান্ড তৈরি করেছি। কিন্তু সেগুলো ব্যবহারের সক্ষমতা পুরোপুরি অর্জন হয়নি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.