নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের কাগজ ও মুদ্রণ খাতে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের উদ্যোক্তা পরিচালক হোসনে আরা বেগমের কাছে থাকা ১০ লাখ ৯১ হাজার ৬৬৬টি শেয়ারের মধ্যে ৫০ হাজার শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্লকের মাধ্যমে তিনি এসব শেয়ার বিক্রি করবেন।