সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ইউনিক হোটেল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ ৫৩ হাজার ২১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১২৪ কোটি ৮৯ লাখ ৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৬৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১০৯ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ৭৮ লাখ ৬২ হাজার ৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৪ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-জেমিনি সী ফুডের ৭৩ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা, সী পার্ল হোটেলের ৬৯ কোটি ৬৭ লাখ ১৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫৭ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫২ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার টাকার, রূপালী লাইফের ৪৬ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকা, আরডি ফুডের ৪৬ কোটি টাকা এবং আমরা নেটওয়ার্কের ৩৮ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।