আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৮ জানুয়ারী ২০১৫, বুধবার |

kidarkar

ঢাকাসহ ১১ জেলায় বৃহস্পতিবার হরতাল

Hortal_logo-5-2-13শেয়ারবাজার রিপোর্ট: রাজধানী ঢাকাসহ ১১ জেলায় বৃহস্পতিবার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

বুধবার বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন জোটের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালের ঘোষণা দেন।

হরতালের আওতাভুক্ত জেলা সমূহ হচ্ছে- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদারীপুর ও ফেনী জেলা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, নেতাকর্মীদের হত্যা, দেশজুড়ে সরকারের নৈরাজ্য সৃষ্টি ও গণগ্রেফতার এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে, জোটের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে ।
শেয়ারবাজার/অ

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.