তাগা | তাগা ম্যান সেহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস
নিজস্ব প্রতিবেদক: গত বারের মতো এই রমজানেও তাগা | তাগা ম্যান নিয়ে এলো "সেহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস। পরিবার ও বন্ধুদের সাথে একাত্রতা উদযাপনের উদ্দেশ্যে ঢাকার তেজগাঁও-এ আড়ং-এর মাল্টি-ব্র্যান্ড আউটলেটের পাশে অবস্থিত রাজধানীর অন্যতম সেরা ডাইনিং স্পট টেরাকোটা টেলস-এ অনুষ্ঠিত হচ্ছে সেহরি আন্ডার দ্য স্টারস ইভেন্টটি।
তাগা | তাগা ম্যান সেহরি আন্ডার দ্য স্টারস অ্যাট টেরাকোটা টেলস ইভেন্টি ৩০ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে, ৩১ মার্চ (শুক্রবার), ৬ এপ্রিল (বৃহস্পতিবার), ৭ এপ্রিল (শুক্রবার), ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) এবং ১৪ এপ্রিল (শুক্রবার), ২০২৩ রাত ১০টা থেকে সেহরি পর্যন্ত চলবে।
ইভেন্টে অতিথিরা উপভোগ করতে পারবেন টেরাকোটা টেলস-এর একটি বিশেষ সেহরি মেনু যেখানে রয়েছে পরিচিত এবং নতুন উভয় ধরনের খাবার। এছাড়াও অতিথিরা সারা রাত ধরে উপভোগ করতে পারবেন এবারের আয়োজনের অন্যতম নতুন দিক বারবিকিউ স্টেশনসহ গতবারের মতো জুস বুথ এবং স্ন্যাকস স্টেশন।
ইভেন্টে রয়েছে নানা রকম এক্টিভিটি যেমন ভার্চুয়াল রিয়েলিটি বুথ যেখানে তাগা পণ্য গুলো কিভাবে তৈরি করা হয় অতিথিরা সেই অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়াও আগত অতিথিদের ক্যারিক্যাচারের অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে পেশাদার ক্যারিকেচার শিল্পি। একই সাথে ব্লক প্রিন্টিং ও গয়না তৈরির অভিজ্ঞতা প্রদানের জন্য রয়েছে ক্রাফট স্টলস্।
অন্যদিকে ইভেন্টে আগত অতিথিরা ডার্ট গেমে অংশগ্রহণের মাধ্যমে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে আড়ং আর্থ পণ্য জেতার সুযোগ ও সেই সাথে আড়ং আর্থের নতুন সব পণ্য যাচাই করারও সুযোগ পাচ্ছেন তারা। এছাড়াও ইভেন্ট চলাকালীন অতিথিরা আড়ং অ্যাপ ডাউনলোড করলেই পেয়ে যাবেন ১৫% ছাড়।