চট্টগ্রামে পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্ণফুলী ইপিজেড স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর বেলা ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের লিডার মো. হারুন বলেন, একতলা পাকা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।