পদ্মাসেতুতে না চললেও মহাসড়কে চলবে মোটরসাইকেল
নিজস্ব প্রতিবেদক : পদ্মাসেতুর ওপর দিয়ে মোটরসাইকেল না চললেও আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা বা মহাসড়কে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, মহাসড়কে মোটরসাইকেলের কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তাই এক জেলা থেকে অন্য জেলায় দুই চাকার এই যান নিয়ে চলাচল করা যাবে।
রোববার (৯ এপ্রিল) দুপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে জানান।
সেতুমন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হচ্ছে না। কোথাও কোথাও কমেছে, কিন্তু বন্ধ হচ্ছে না। অনেক গাড়ি স্টেশন থেকে দূরে গিয়ে যাত্রী ওঠায়। ইচ্ছে মতো ভাড়া নেয়। স্টেশনে একটা নজরদারি আছে। কাজে এর মধ্যে না গিয়ে কিছু দূর গিয়ে রাস্তা থেকে ওঠায়।
বিআরটিসি এখন লাভজনক জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিআরটিসি এখন লাভের দ্বারা ফিরে এসেছে আপনার জন্য খুশি হবেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, সড়ক ও সেতু সচিব এ বি এম আমান উল্লাহ নুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ, যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।