আজ: রবিবার, ২০ এপ্রিল ২০২৫ইং, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার |

kidarkar

ঘরের মাঠে জিরোনাকেও হারাতে পারলো না বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ ন্যু ক্যাম্প। চেনা এই আঙিনাতেই গত বুধবার কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের কাছে ৪ গোল খেয়ে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় বার্সেলোনা।

এবার তারা ঘরের মাঠে হারাতে পারলো না জিরোনাকেও। সোমবার রাতে পয়েন্ট তালিকার ১১ নম্বর দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

গত শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার সামনে সুযোগ ছিল ১৫ পয়েন্টে এগিয়ে যাওয়ার। সেই সুযোগ হেলায় হারিয়েছে তারা।

ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলেছে বার্সা। সুযোগও তৈরি করে অনেক। কিন্তু কখনও নিজেদের ব্যর্থতায়, কখনও জিরোনা গোলরক্ষকের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারেনি স্বাগতিকরা।

ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বার্সার সামনে। বক্সের মধ্যে আনসু ফাতির পাস থেকে লেওয়ানদোস্কির ডান পায়ের শট ক্রসবার ঘেঁষে ওপর দিয়ে বেরিয়ে যায়।

নবম মিনিটে নিজেদের ভুলে গোল প্রায় খেতে বসেছিল জিরোনা। তাদের ডিফেন্ডার সান্তিয়াগো বুয়েনো ব্যাক পাস দেন গোলরক্ষক পাওলো দিনোকে, কিন্তু তিনি ততক্ষণে অনেকটা এগিয়ে এসেছিলেন পোস্ট ছেড়ে। বল ছুটছিল জালের দিকে, পেছনে দৌড়ে এসে শেষ মুহূর্তে সেটা বের করে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।

৩৬তম মিনিটে আরেকটি সুযোগ পায় বার্সেলোনা। লম্বা পাস বক্সের ডানদিকে রিসিভ করে দুরূহ কোণ থেকে শট নিয়েছিলেন রাফিনহা, কর্নারের বিনিময়ে দলকে বাঁচান জিরোনা গোলরক্ষক।

ওই কর্নার থেকে আলতো ছোঁয়ায় বল জালে ঢুকানোর চেষ্টা করেছিলেন রোনালদো আরাউহো, এবারও দারুণভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক। বল গোললাইন পেরিয়ে গিয়েছে ভেবে আবেদন করেন বার্সেলোনার খেলোয়াড়রা। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে জিরোনার সবচেয়ে বড় সুযোগটা আসে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কাস্তিয়ানো, আর্জেন্টাইন ফরোয়ার্ড মেরে দেন বাইরে।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকবার বার্সেলোনার সামনে দেয়াল হয়ে দাঁড়ান জিরোনা গোলরক্ষক। কর্নার থেকে বল পেয়ে হেড করেছিলেন গাভি, লাফিয়ে এক হাতে সেই বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান দিনো।

একেবারে শেষ মুহূর্তেও জয় পাওয়ার সুযোগ এসেছিল বার্সার। কিন্তু লেওয়ানদোস্কির ব্যাকহিল ফ্লিক জিরোর রক্ষণে আটকে যায়, পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে জাভির দল।

২৮ ম্যাচে ২৩ জয় ও ৩ ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.