আজ: শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ইং, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০২৩, মঙ্গলবার |

kidarkar

২০৪১ সালের মধ্যে অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তোলা হবে

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, একটি প্রগতিশীল উদার গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তোলার যে দর্শন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন, তার জন্য প্রয়োজন সাংস্কৃতিক বিপ্লব। আর সেটি বাস্তবায়ন করতে হবে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে। ২০৪১ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তুলতে চাই, যেটি সম্ভব হবে সাংস্কৃতিক বিপ্লব সফল করার মাধ্যমেই।

মঙ্গলবার (১১ এপ্রিল) চ্যানেল আইতে আয়োজিত ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, একটা সময় বিনোদনের ক্ষেত্র নির্দিষ্ট ছিল কিন্তু বর্তমানে ডিজিটালের কারণে সেটিতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ওটিটি, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, নেটফ্লিক্সসহ নানান মাধ্যম এখন এসেছে। অর্থাৎ বিনোদনের ধারাটাই এখন বদলে গেছে। আমরাও সে ধারায় পিছিয়ে থাকতে চাই না।

জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, আজ থেকে ১৪ বছর আগে একজন প্রত্যন্ত অঞ্চলের গ্রামবাসী এটা কল্পনা করতে পারত না যে, ব্যবসায়িক বা অর্থনৈতিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করবেন। এর সবটাই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ তৈরির প্রাথমিক অবকাঠামোর মাধ্যমে।

তিনি বলেন, বর্তমানে হলিউড বলিউড প্রযুক্তিতে অনেক বেশি বিনিয়োগ করছে। সফটওয়্যার রপ্তানি করে আমরা এখন দেড় বিলিয়ন আয় করছি, পাশাপাশি বড় পরিমাণ ডলার আয় হচ্ছে আমাদের দেশীয় তরুণ এনিমেটরদের নির্মাণের মাধ্যমে। আইসিটি ডিভিশন থেকে পূর্ণদৈর্ঘ্য এনিমেশন চলচ্চিত্র মুজিব আমার পিতা নির্মাণ করা হয়েছে। আমরা নিজেরাও ওটিটি প্ল্যাটফর্ম নির্মাণ করছি। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বিজয়ীরা অনুপ্রাণিত হবেন এবং ভবিষ্যতে তাদের সম্ভাবনাময় উদ্যোগগুলোতে আইসিটি ডিভিশন পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.