দর বাড়ার শীর্ষে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৬৭ বারে ১৩ লাখ ৫৮ হাজার ২৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৮৩০ বারে ২ লাখ ৯৩ হাজার ৪৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফাইন ফুডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৮৩০ বারে ২ লাখ ৯৩ হাজার ৪৮৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সানলাইফ ইন্স্যুরেন্সের ৫.৯০ শতাংশ, এডিএন টেলিকমের ৫.৩২ শতাংশ, আমরা নেটওয়ার্কসের ৪.১২ শতাংশ, আমরা টেকনোলজিসের ৩.৪৫ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৪২ শতাংশ, মনোস্পুল পেপারের ৩.১২ শতাংশ ও লিগ্যাসি ফুটওয়্যারের ২.৮৪ শতাংশ দর বেড়েছে।