ব্যবসা সম্প্রসারণ করবে শাশা ডেনিমস

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। কোম্পানি তাদের উদ্যোক্তাদের মালিকানাধীন অপর এক কোম্পানি জিএ গার্মেন্টসে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৈঠকে কোম্পানির ঢাকা রপ্তানিকরণ অঞ্চলে (ডিইপিজেড) বরাদ্দপ্রাপ্ত প্লটে নতুন লুম বসানোর মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে,, জিএ গার্মেন্টসে বিনিয়োগের লক্ষ্যে শাশা ডেনিমসের কিছু সম্পদ বিনিময়করা হবে। আর কিছু টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে। জিএ গার্মেন্টসে বিনিয়োগ সিদ্ধান্ত কার্যকরে শেয়ারহোল্ডারদের সম্মতির প্রয়োজন হবে। তাদের সম্মতি জানার জন্য আগামী ৫ জুন বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ মে।
অন্যদিকে উৎপাদনক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শাশা ডেনিমস ডিইপিজেডের প্লটে ১০৫টি লুম মেশিন সংস্থাপন করবে। এই প্রকল্পের বাস্তবায়ন সম্পন্ন হলে কোম্পানিটির রপ্তানির পরিমাণ প্রায় ৩৫০ কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।