আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ এপ্রিল ২০২৩, রবিবার |

kidarkar

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।টানা তিন কর্মদিবস পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হলো।আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, আজ ডিএসইতে মোট ৮ কোটি ৩৬ লাখ ১৪ হাজার ৮১৪টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৪৭২ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা। এর আগের কর্মদিবস লেনদেন হয়েছিল ৪১৪ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৭ পয়েন্টে। তবে ডিএসই ৩০ সূচক ২ দশমিক ২৫ পয়েন্ট কমে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫১টি কোম্পানির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ২১০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম।

অপর বাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৪১ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ১৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ২৪টির ও অপরিবর্তিত রয়েছে ৭৭টির।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ১১ লাখ ১৭ হাজার ৯৩৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৯১ লাখ ৬৭ হাজার ৭৫৯টাকার শেয়ার।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.