আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২০ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার |

kidarkar

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরীয়তপুরের সখিপুর উপজেলার সাইফুল (৩৫) ও হাজেরা খাতুন (৬০), নড়িয়া উপজেলার মো. আরিফ কাজি। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন। তারা হলেন বিউটি (২৫), তাহিরা (১৫), আকাশ পাটোয়ারি (২৫), বিথী (৩০), আরিফ (২০), রাসেল (২৫), চাঁপা (১০), মারিয়া (১), সাকিরা (৩০), সুলতান (৩০), আকাশ (২০), শামীম (২০), সেলিম (৩০), বাশার (২৫), বিল্লাল (২৫), জান্নাত (২০), সালাউদ্দিন, সেলিম (১৯), আরিফ (২৭)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান এ দুর্ঘটনায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও ফায়ার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকল হওয়া একটি ট্রাকের সঙ্গে পেছন থেকে শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলস নামের বাসটি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। তারা হলেন শরীয়তপুরের সখিপুর এলাকার হাজেরা বেগম ও সাইফুল ইসলাম। তাদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আহতদের প্রথমে ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফারহানা বলেন, হাসপাতালে যাদের আনা হয়েছে তাদের মধ্যে দুজন মারা গেছেন। তারা হলেন শরীয়তপুরের নড়িয়া এলাকার আরিফ ও অজ্ঞাতপরিচয় এক নারী। এছাড়া আহতদের মধ্যে চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার মাহফুজ আল মামুন বলেন, এ দুর্ঘটনায় চারজন মারা গেছে। এর মধ্যে দুইজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.