আজ: বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩ইং, ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ এপ্রিল ২০২৩, রবিবার |

kidarkar

ঈদের ছুটি শেষে অফিস খুলছে সোমবার

নিজস্ব প্রতিবেদক : এবার নির্বাহী আদেশে এক দিন ছুটি বাড়ানো হয়েছে। তাই, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি কাটাচ্ছেন গত ১৯ এপ্রিল থেকে। সে ছুটি শেষ হচ্ছে আজ রোববার (২৩ এপ্রিল)।

টানা পাঁচ দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) খুলছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ দিন থেকে রমজানের আগের সময়সূচি ধরে অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অফিস।

এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওই দিন (২০ এপ্রিল) বাড়তি এক দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত, দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন, তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে এক দিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করেছিল সরকার।

প্রতি বছরই রমজানে অফিস সূচিতে পরিবর্তন আনে সরকার। অন্যান্য বছরের মতো এবারও রমজান মাসে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস করেছেন। সোমবার থেকে রমজানের আগের সূচিতে ফিরবে অফিস। অর্থাৎ সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.