বিএসইসির সঙ্গে এফএসএর দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি প্রতিনিধি দলের সঙ্গে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এজেন্সি অব জাপানের (এফএসএ) মধ্যকার একটি দ্বিপাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) জাপানের টোকিওতে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এফএসএর কমিশনার নাকাজিমা জুনুচি এবং এফএসএ-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ভাইস-কমিশনার শিগেরু আরিজুমি-সহ নিয়ন্ত্রক সংস্থা দুটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক এবং পুঁজিবাজার সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে, বিএসইসি ও এফএসএ এর মধ্যে একটি এক্সচেঞ্জ অফ লেটার স্বাক্ষরিত হয়।
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বিএসইসির অবস্থান উল্লেখ করে এফএসএ-এর সঙ্গে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে জাপানের টোকিও শহরে ২৭ এপ্রিল অনুষ্ঠিতব্য ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড জাপান’ শীর্ষক সামিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। উক্ত অনুষ্ঠানে আজ স্বাক্ষরিত এক্সচেঞ্জ অফ লেটারটি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএসইসি ও এফএসএ এর মধ্যে বিনিময় হবে।