আইপিডিসি ফাইন্যান্সের ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১.০০টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডারের উপস্থিতিতে উক্ত সভায় সভাপতিত্ব করেন আইপিডিসি’র চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার। এছাড়া ব্র্যাক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ব্লুচিপ সিকিউরিটিজ লিমিটেড এবং আর এস এ ক্যাপিটাল লিমিটেড কর্তৃক মনোনীত অন্যান্য পরিচালকগণও এতে অংশ নিয়েছিলেন। অন্যান্যদের মধ্যে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম; কোম্পানি সচিব ও হেড অফ লিগ্যাল অ্যাফেয়ার্স ব্যারিস্টার সামিউল হাশিম; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ২০২২ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পরিশেষে সভাপতি চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।