আজ: বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ইং, ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২৯ এপ্রিল ২০২৩, শনিবার |

kidarkar

ফিল্মফেয়ারের ‘ব্ল্যাক লেডি’ পুরস্কার যাদের হাতে উঠল

বিনোদন ডেস্ক : ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩ এর আসর বসেছিল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিল গোটা বলিউড।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ‘ব্ল্যাক লেডি’ জয়ের দৌড়ে নাম লিখিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘জুগজুগ জিয়ো’, ‘বাধাই দো’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’ এবং ২০২২ সালের অন্যান্য অনেক সিনেমা।

কিন্তু সবাইকে পেছনে ফেলে বেশির ভাগ পুরস্কার লাভ করেছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘বাধাই দো’। এতে অভিনয় করেছেন আলিয়া ভাট। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩ জয়ীদের পুরো তালিকা দেখে নিন-

এবার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছন প্রেম চোপড়া। শ্রেষ্ঠ চলচ্চিত্র: গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিক): বাধাই দো।

সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

সেরা অভিনেতা (ক্রিটিক): সঞ্জয় মিশ্র (বধ)। সেরা অভিনেত্রী (ক্রিটিক): ভূমি পেডনেকার (বধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)। সেরা পরিচালক: সঞ্জয় লীলা বনসালী (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)।

সেরা সংগীত অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব- শিবা)। সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)।
সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল এবং সুমন অধিকারী (বাধাই দো)।

সেরা ডেবিউ অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুন্ড)।

সেরা ডেবিউ অভিনেত্রী: আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)। সেরা ডেবিউ পরিচালক: জসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (বধ)।

সেরা লিরিক: অমিতাভ ভট্টাচার্য, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব – শিবা)।
সেরা গায়ক: অরিজিৎ সিংহ, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব – শিবা)।

সেরা গায়িকা: কবিতা শেঠ, রঙ্গিসারি গানের জন্য (যুগ যুগ জিয়ো)। নতুন সংগীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবী শ্রীমঙ্কা, ঢোলিডার জন্য (গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.