আইএফআইসি ব্যাংকের ৩ শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের শাখার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) নাটোর সদরের ঢাকা রোডে দিবা টাওয়ারে আইএফআইসি ব্যাংকের নাটোর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের এমপি মো. শফিকুল ইসলাম শিমুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট আবু নাছের ভূঁঞা।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পঞ্চগড় সদরের তেতুলিয়া রোডে রফিজুল হক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইএফআইসি ব্যাংকের পঞ্চগড় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ এবং পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব ডিস্ট্রিবিউশন ডিভিশন এ টি এম রাজিউর রহমান।
একই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার যাত্রা শুরু করে আইএফআইসি ব্যাংকের পিরোজপুর শাখার। পিরোজপুর সদরের পাড়ের হাট রোডে খান টাওয়ারের ২য় তলায় শাখাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমীনুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন। আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা, এলাকার সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।