আইএফআইসির ৩ শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: নতুন করে আরো ৩ টি শাখার উদ্বোধন করেছে আইএফআইসি ব্যাংক। দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে সারাদেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির লক্ষ্যে পিরোজপুর, পঞ্চগড় ও নাটোরে আইএফআইসি ব্যাংকের এই শাখারগুলো উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ এপ্রিল) নাটোর সদরের ঢাকা রোডে অবস্থিত দিবা টাওয়ারে আইএফআইসি ব্যাংকের নাটোর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের এমপি মোঃ শফিকুল ইসলাম শিমুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নাছের ভূঁঞা।