যমুনা ব্যাংক ও ফরাজী হাসপাতালের চুক্তি
নিজস্ব প্রতিবেদক: যমুনা ব্যাংক লিমিটেড এবং ফরাজী হাসপাতালের মধ্যে একটি পারস্পরিক চুক্তি স্বাক্ষরিত হয়। যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. আতিকুর রহমান এবং ফরাজী হাসপাতাল লিমিটেড ঢাকার চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন সিআইপি তাদের নিজস্ব কোম্পানির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের অধীনে, যমুনা ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডার, কর্মচারী এবং পরিচালনা পর্ষদ ফরাজি হাসপাতালের সমস্ত ক্লিনিক্যাল প্যাথলজিতে ৩৫% পর্যন্ত ছাড় এবং ফরাজি ডেন্টাল হাসপাতালের পরিষেবা থেকে ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন। অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও ফরাজী হাসপাতাল লিমিটেড ঢাকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।