আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ মে ২০২৩, বুধবার |

kidarkar

মেসিকে নিয়ে আরও বড় সিদ্ধান্তে যাচ্ছে পিএসজি!

স্পোর্টস ডেস্ক : মাত্র তিনদিন আগেই ৩-১ গোলে লজ্জার হার দেখেছিল ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। হোঁচট খাওয়া সেই ম্যাচ শেষে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেদের সমর্থকদের দুয়োধ্বনিও শুনতে হয়েছিল। একইসঙ্গে শোচনীয় পরাজয়ে ফুটবলারদের ওপর ক্লাব কর্তৃপক্ষ বেশ কড়াকড়ি আরোপ করতে পারে বলে গুঞ্জন ছিল। এর ভেতরই অনুমতি ছাড়া সৌদি আরব সফরে গিয়ে যেন তাদের আরও তাতিয়ে দিয়েছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। যার ফলে মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছে পিএসজি। একইসঙ্গে আর নতুন করে এই ফরোয়ার্ডকে চুক্তি করাবে না বলে খবর বেরিয়েছে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। তারা বলছে, মেসির অনুমোদনহীন সৌদি যাত্রাকে মারাত্মক ভুল হিসেবে দেখছে পিএসজি। এর আগে থেকেই ক্লাবটির সঙ্গে ৩৫ বছর বয়সী মেসির চুক্তি নবায়ন না করার আলোচনা চলছিল। এর ভেতরই মেসির নিষেধাজ্ঞা আসায়, হয়তো তিনি ফরাসিদের হয়ে আর মাত্র তিনটি ম্যাচ খেলতে পারবেন।

ক্রীড়াভিত্তিক আরেকটি সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, অনুমোদন ছাড়া সৌদি ভ্রমণের কারণে মেসিকে কড়া শাস্তি দিয়েছে পিএসজি। দুই সপ্তাহের নিষেধাজ্ঞা চলাকালে তিনি কোনো বেতন পাবেন না। তবে মনে হচ্ছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের সৌদি সফরের প্রভাব আরও দীর্ঘ সময় ধরে থাকতে পারে।

এর আগে সোমবার (১ মে) মেসিকে স্বাগত জানিয়ে একটি টুইট করেন সৌদি আরবের পর্যটনবিষয়ক মন্ত্রী আহমেদ আল খাতিব। লিখেছেন, সৌদি আরবের পর্যটন শুভেচ্ছাদূত মেসি ও তার পরিবারকে দেশটিতে দ্বিতীয়বারের মতো সফরে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এ সময় হ্যাশট্যাগে ‘ওয়েলকাম মেসি’ শব্দবন্ধটিও জুড়ে দেন তিনি।

সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসি সৌদি আরবের পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। প্রচারণার মাধ্যমে আরব দেশটির পর্যটনশিল্পের প্রসারে মেসি ভূমিকা রাখতে চাইলে তাতে অবাক হওয়ার কিছু নেই। মেসির চলমান সফরও হয়তো সেটিরই অংশ। তবে দলের টানা বিপর্যয় এবং তারকা স্ট্রাইকারের দলবদলের অব্যাহত গুঞ্জন মিলিয়ে বেশ কঠোর অবস্থানই নিয়েছে পিএসজি। একইসঙ্গে সংবাদমাধ্যমের তথ্যমতে, সেই কঠোর অবস্থান আরও দীর্ঘায়িত হতে পারে।

এদিকে, আসন্ন জুনে ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে পিএসজির। এতদিন পর্যন্ত ক্লাবটি মেসির চুক্তি নবায়নের জন্য অনেক চেষ্টা করলেও, এখন তারা সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে। এছাড়া সাবেক ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির নতুন করে আলোচনা শুরু হলেও, সেটিও আপাতদৃষ্টিতে কঠিনই মনে হচ্ছে। কেননা, লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস জানিয়েছেন, ‘দেখুন, বার্সেলোনা মোটেও পিএসজির মতো কোনো ক্লাব নয়, যেখানে অর্থ কোনো সমস্যা নয়। বার্সেলোনার খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতনে খেলানোর সামর্থ্য নেই। তাই বিষয়টি জটিল তাদের জন্য।’

তবে বার্সেলোনা ছাড়াও মেসির নতুন গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে সৌদি আরবের ক্লাবের নামও। আরেক বিশ্বতারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর দেশটির আরেক ক্লাব আল হিলাল নাকি আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে আগ্রহী। এছাড়া সম্প্রতি আগ্রহী লিস্টে সৌদি প্রো লিগের আরেক শীর্ষ ক্লাব আল ইত্তিহাদের নামও শোনা যাচ্ছিল। একইসঙ্গে আমেরিকান মেজর ক্লাব ইন্টার মিয়ামিও মেসিকে দলে ভেড়াতে প্রয়োজনীয় যেকোনো কিছু করতে প্রস্তুত!

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.