আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ মে ২০২৩, বুধবার |

kidarkar

২০২২ সালে করপরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংকের ৩২% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক: অনেক চ্যালেঞ্জিং বাজার পরস্থিতি সত্ত্বেও ২০২২ সালে সামষ্টিকভাবে (কনসলিডেটেড ভিত্তিতে) কর-পরবর্তী নিট মুনাফায় ব্র্যাক ব্যাংক ৩২% প্রবৃদ্ধি অর্জন করেছে।

২০২২ সালে সহযোগী প্রতিষ্ঠানসহ সামষ্টিকভাবে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৬১২ কোটি টাকায়, যা ২০২১ সালে ছিল ৪৬৫ কোটি টাকা।

ব্র্যাক ব্যাংক এককভাবে (স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে) ২০২২ সালে ৫৭৬ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যা ২০২১ সালের ৫৫৫ কোটি টাকার তুলনায় ৩.৯০% বেশি।

চ্যালেঞ্জিং বাজার পরস্থিতিতেও ব্র্যাক ব্যাংক অত্যন্ত শক্তিশালী ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্র্যাক ব্যাংক আমানতে ২৪% এবং ঋণ ও অ্যাডভান্সে ২৮% প্রবৃদ্ধি অর্জন করেছে।

৩০ এপ্রিল ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে ২০২২ সালের আার্থিক ফলাফল ঘোষণা করে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যা ব্যাংকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ২০২২ সালে ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২০২২ সালে উল্লেখযোগ্য সাফল্য

• ২০২২ সালে সামষ্টিকভাবে শেয়ার প্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৪.০২ টাকা, যা ২০২১ সালে ছিল ৩.৬৫ টাকা
• শেয়ার প্রতি ব্যাংকের নিট অ্যাসেটস মূল্য (এনএভি) বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০.৮৬ টাকা, যা ২০২১ সালে ছিল ৩৮.২১ টাকা
• লোন পোর্টফোলিও লক্ষ্যণীয় ২৮% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে ব্যাংকিং খাতের গড় ছিল ১৪.২%;
• পূর্ববতী বছরের তুলনায় আমানতে প্রবৃদ্ধি হয়েছে ২৪%, যেখানে ব্যাংকিং খাতের গড় ছিল ৫.৭%;
• সামষ্টিকভাবে রিটার্ন অন ইক্যুইটি হয়েছে ১০.১৬% এবং রিটার্ন অন অ্যাসেট হয়েছে ১.০২%;
• পূর্ববতী বছরের তুলনায় ২০২২ সালে সামষ্টিকভাবে আয় বেড়েছে ২০%। লোনের প্রবৃদ্ধির কারণে অধিক ইন্টারেস্ট আয়, তহবিলের খরচের কার্যকর ব্যবস্থাপনা, অধিক নন-ফান্ডেড আয়ের কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে;
• সামষ্টিকভাবে পরিচালনা ব্যয় ২৩% বৃদ্ধি পেয়েছে। রেগুলেটর কতৃর্ক এন্ট্রি লেভেল স্টাফদের ন্যূনতম বেতন নির্ধারণ, অন্যান্য পরিচালনা ব্যয়ের উপর মুদ্রাস্ফীতির প্রভাব, প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে মানবসম্পদ, প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের কারণে এই ব্যয় বৃদ্ধি পেয়েছে;
• ২০২২ সালে খেলাপি ঋণের হার (এনপিএল) দাঁড়িয়েছে ৩.৭২%, যা ২০২১ সালে ছিল ৩.৯০%। আন্ডাররাইটিং, মনিটরিং ও রিকভারিতে সম্মিলিত পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে;

২০২২ সালের আর্থিক ফলাফল সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংক-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ব্র্যাক ব্যাংক মধ্য মেয়াদের কৌশলের অংশ হিসেবে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। আমানত ও ঋণে ব্যাংকের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতের গড়কে বড় ব্যবধানে ছাড়িয়ে গেছে। এটি ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা এবং দীর্ঘমেয়াদি টেকসইতার প্রমাণ দেয়। গত বছর ব্র্যাক ব্যাংক নানা ডিজিটাল সার্ভিসেস ও কাস্টমার প্রপোজিশন উন্নত করে। আমরা এ গতি ধরে রাখবো এবং ২০২৫ সালের মধ্যে ব্যবসা দ্বিগুণ করবো।

তিনি আরও বলেন, স্টেকহোল্ডাররা ব্র্যাক ব্যাংককে সুশাসন, নিয়মানুবর্তিতা ও মূল্যবোধ ভিত্তিক ব্যাংকিয়ের ক্ষেত্রে রোল মডেল হিসেবে মনে করে। আমরা আমাদের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদকে পরামর্শ দেওয়ার জন্য, বাংলাদেশ ব্যাংককে দিকনির্দেশনা প্রদানের জন্য এবং গ্রাহকদেরকে ব্যাংকের প্রতি অবিচল আস্থা রাখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

২০২২ সালে আর্থিক ফলাফলের বিশদ বিবরণ ব্র্যাক ব্যাংক-এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে: https://www.bracbank.com/en/investor-relations#financialStatements

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.