আজ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ইং, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ মে ২০২৩, রবিবার |

kidarkar

আইএমএফের ঋণ : দ্বিতীয় কিস্তির বিষয়ে আলোচনা অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক : আইএমএফের ঋণের প্রথম কিস্তির ৪৭৬ দশমিক ২৭ মিলিয়ন ডলার চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পেয়েছে বাংলাদেশ। এরই মধ্যে আবারও বাংলাদেশ সফর করেছে আইএমএফ প্রতিনিধি দল, কয়েক দফায় আলোচনাও হয়েছে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে।

তবে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) ডলারের অনুমোদন করা ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়ে এখনও আলোচনা হয়নি। আগামী অক্টোবরে আরও একবার সফর করবে আইএমএফ, এরপরই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের কাজেমি সেন্টারে এসব কথা বলেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঘোষিত ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়ে এবার আলোচনা হয়নি। আইএমএফ প্রতিনিধি দল তাদের শিডিউল সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা আমাদের নেওয়া সব বিষয় তাদের সামনে তুলে ধরেছি। তারা আমাদের নেওয়া পদক্ষেপের বিষয়ে দ্বিমত করেনি। তবে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার বিষয়টা আরও পরে। আইএমএফ মিশনদল আগামী অক্টোবরে আবারও বাংলাদেশ সফরে আসবে, তখন এ বিষয়ে জানা যেতে পারে। কারণ সেটিই হবে মূল মিটিং।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.