সূচকের সামান্য উত্থান তবে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১০টির।
ডিএসইতে ৮৪৬ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭ কোটি ২৯ লাখ টাকা কম। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ৫০ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই .৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে।
সিএসইতে ১৮৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৭ টির দর বেড়েছে, কমেছে ৫১টির এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।