প্রাইম ইসলামী লাইফের বিজয়ী কমীর্দের নেপাল ভ্রমন নিজস্ব প্রতিবেদক : প্রাইম ইসলামী লাইফ ইন্সু্যরেন্স লিমিটেডের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে যোগ্যতা অর্জনকারীদের সাথে উর্ধ্বতন কতৃর্পক্ষের ৬ মে থেকে ৯ মে ২০২৩ নেপাল ভ্রমনের দৃশ্য।