সিবিসি ক্যাপিটালের সিইও হলেন মো: মুশফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক : মো: মুশফিকুর রহমান সিবিসি ক্যাপিটাল এন্ড ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাকে সিইও হিসেবে অনুমোদন দিয়েছে। এর আগে তিনি প্রতিষ্ঠানটির হেড অফ অপারেশন্স এন্ড কমপ্লায়েন্স পদে কর্মরত ছিলেন।
পুঁজিবাজারে কাজ করার সুদীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা রয়েছে মুশফিকুর রহমানের। তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তার কর্মজীবন শুরু করেছিলেন, এরপর তিনি দীর্ঘদিন আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডে কর্মরত ছিলেন। সিবিসিতে যোগ দেওয়ার আগে তিনি আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
মো: মুশফিকুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।