দরবৃদ্ধির শীর্ষে অগ্রণী ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজারে ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১১ মে) কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ১১ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ দশমিক ০০ শতাংশ শেয়ারদর বেড়েছে। আর ৭ দশমিক ৪৭ শতাংশ শেয়ারপ্রতি দর বাড়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ ।
আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স,সমরিতা হাসপাতাল, লিব্রা ইনফিউশন, পেপার প্রসেসিং,ইয়াকিন পলিমার, তমিজ উদ্দিন টেক্সটাইল এবং দেশ গার্মেন্টস।
ডিএসইতে মোট ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ৮৪টির, কমেছে ৭৬টির। বাকি ১৯৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।