আরটিজিএস পরিচালনা পদ্ধতি বিষয়ে মার্কেন্টাইল ব্যাংকে কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকে ‘বিএসিপিএস, বিইএফটিএন এবং আরটিজিএস পরিচালনা পদ্ধতি’ বিষয়ে দিনব্যাপী কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় ব্যাংকের ঢাকা এরিয়ার বিভিন্ন শাখা ও উপশাখার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি কোর্সটি উদ্বোধন করেন। তিনি ক্লিয়ারিং প্রক্রিয়ার খুঁটিনাটি যথাযথভাবে জেনে নির্ভুলভাবে লেনদেন সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন। ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্যদের পাশাপাশি ব্যাংকের সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের কর্মকর্তাগণ কর্মশালায় সেশন পরিচালনা করেন। সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগের প্রধান মোঃ আলমাস উদ্দিন আহমেদ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিউিটের প্রিন্সিপাল জাভেদ তারিক।