আজ: সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ইং, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মে ২০২৩, সোমবার |

kidarkar

রূপায়ণ সিটি সাথে পেন্টহাউজ ও কোহ্লারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক: ১৫ মে ২০২৩ ইং তারিখে উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে রূপায়ণ সিটির সাথে পেন্টহাউজ ও কোহ্লার-এর সাথে পৃথক দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায়, রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের জন্য পেন্টহাউজ ও কোহ্লার ব্র্যান্ডের সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয় মূল্যে ও ফ্রি ডেলিভারি সুবিধা সহ দ্রুত সেবা প্রদানের নিশ্চায়তা প্রদান করবে।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস, পেন্টহাউজ ও কোহ্লার -এর পক্ষে আশিক উন নবী -ডিরেক্টর অপারেশনস্- চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় রূপায়ণ সিটি উত্তরার পক্ষে শামীম আহমেদ- সিনিয়র ডিজিএম সিআর লোন ও রেজিস্ট্রেশন, কাজী সারজীল হাসান- ডিজিএম- হেড অফ মার্কেটিং, উজ্জ্বল আহমেদ- সিনিয়র এজিএম-হেড অফ অপারেশনস মার্কেটিং, আবির বিশ্বাস-এক্সিকিউটি মার্কেটিং এবং পেন্টহাউজ ও কোহ্লার-এর পক্ষে মাইদুল করীম নাগিব- ডিজিএম-হেড অফ সেলস এন্ড অপারেশনস-কোহ্লার, মুহাম্মদ আনিসুর রহমান-ডিজিএম-হেড অফ অপারেশনস-পেন্টহাউজ, নাফীজ ইমতিয়াজ করিম-হেড অফ মার্কেটিং, আইরিন সুলতানা শান্তা-ম্যানেজার, কর্পোরেট সেলস মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.