আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ মে ২০২৩, মঙ্গলবার |

kidarkar

মিডল্যান্ড ব্যাংক ও সাউথইস্ট ইউনিভার্সিটির মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক : মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) এবং সাউথইস্ট ইউনিভার্সিটি (এসইইউ) এর মধ্যে ‘মিডল্যান্ড কর্পোরেট পেরোল প্যাকেজ (এমডিবি সিপিপি) ও মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিএম)’ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশের অন্যতম সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিভার্সিটির কর্মকর্তাবৃন্দের বেতনভাতার হিসাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের নগদ তহবিল ব্যবস্থাপনা ব্যবস্থা সহজতর হবে।

চুক্তির অধীনে, এসইইউ-এর কর্মীরা মিডল্যান্ড ব্যাংকের অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবে। বিশ্ববিদ্যালয়টি ব্যাংকের এমসিএম সার্ভিসটি ব্যবহার করে আধুনিক অনলাইন ভিত্তিক ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশনও উপভোগ করবে।

ঢাকাস্থ এসইইউ নিজস্ব ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাউথইস্ট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আহসান-উজ জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমডিবি সিপিপি এবং এমসিএম চুক্তিতে স্বাক্ষর করেন।

মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তার সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের বিভিন্ন পন্য ও সেবার বর্ণনা দেন। তিনি এমডিবি সিপিপি এবং এসইইউ এর বিভিন্ন সুবিধার কথাও উল্লেখ করেন। ভাইস চ্যান্সেলর মহোদয় উক্ত সার্ভিসের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন এবং মিডল্যান্ড ব্যাংককে এই চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদদীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব:) কাজী ফকরুদ্দিন আহমেদ, বোর্ডের প্রধান সমন্বয়কারী উইং কমান্ডার (অব:) মো: আব্দুল হাফিজ সরকার, বোর্ড সেক্রেটারী মোহাম্মদ তারিক আল জলিল, অর্থ পরিচালক মো: আব্দুল মতিন, এফসিএ এবং ব্র্যান্ড, কমিউনিকেশন ও জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ; মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাবেদ তারেক খান, বনানী শাখার প্রধান মোস্তফা মাইনুল হাসান, ইনস্টিটিউশনাল লায়বিলিটি ইউনিটের প্রধান প্রশান্ত কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.