দর বাড়ার শীর্ষে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২১৫ বারে ৭৮ হাজার ৭৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ৮০৩ বারে ২৫ লাখ ৪৯ হাজার ৪১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১১ বারে ২৭১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- নাভানা সিএনজির ৯.৯৬ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৯৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৯.৫৩ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৯.০০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের৮.৯৪ শতাংশ, মেঘনা সিমেন্ট মিলসের ৮.৯৩ শতাংশ ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৮.৭১ শতাংশ শেয়ারদর বেড়েছে।