ভোলার গ্যাস আনতে ইন্ট্রাকো ও সুন্দরবন গ্যাসের চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক : ভোলার গ্যাস আনতে চুক্তি করেছে ইন্ট্রাকো। সিএনজি আকারে এই গ্যাস তিতাসের আওতাধীন শিল্পকারখানায় সরবরাহ করা হবে। এই সিএনজির প্রতি ঘনমিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা ৬০ পয়সা। যদিও গত ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হওয়া বর্ধিত দর অনুসারে শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৩০ টাকা। সিএনজি ফিলিং স্টেশনে প্রতি ঘনমিটার গ্যাসের দাম পড়ছে ৪৩ টাকা। অর্থাৎ ভোলার গ্যাস চলতি দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হবে।
রোববার (২১ মে) রাজধানীর একটি হোটেলে ইন্ট্রাকো ও সুন্দরবন গ্যাসের মধ্যে ১০ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন সুন্দরবনের কোম্পানি সচিব শাহ আলম মোল্লা এবং ইন্ট্রাকোর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ আলী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, ভোলায় আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এজন্য আরও কূপ খনন করতে হবে৷ গ্যাস পরিবহনে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য উদ্যোক্তাকে আহ্বান জানান ৷
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ভোলার গ্যাসের সর্বোত্তম ব্যবহারের জন্যই এই উদ্যোগ ৷ এর মাধ্যমে ঢাকার আশেপাশের শিল্পের গ্যাস সংকট অনেকটাই দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন ৷ প্রতিমন্ত্রী বলেন, ভোলা থেকে বিদ্যুৎ নিচ্ছি, গ্যাস নিচ্ছি ৷ তাই ভোলার মানুষও গ্যাস পাবে ৷