আইএফআইসি ব্যাংকের বরগুনা শাখা উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: এখন সবচেয়ে বেশি শাখা-উপশাখায় (১২৬৭) দেশের বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্কে দেশের প্রতিটি প্রান্তের মানুষকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকের বরগুনা শাখার উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ই মে) বরগুনা থানার সদর রোডে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শাখাটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা জেলার জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিত দাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বরগুনা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ কেফায়েত উল্লাহ, আইএফআইসি’র বরগুনা শাখার ব্যবস্থাপক, এলাকার গ্রাহকবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।