বিশ্বকাপের বাছাই পর্ব শুরু ১৮ জুন
স্পোর্টস ডেস্ক : ভারত বিশ্বকাপে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে সুপার লিগের সেরা সাত দল এবং স্বাগতিকরা। দশ দলের এই আসরে বাকি দুটি দল বাছাই পর্ব অয়ার হয়ে অংশ নেবে। আগামী ১৮ জুন থেকে জিম্বাবুয়েতে পর্দা উঠছে বিশ্বকাপ বাছাই পর্বের।
প্রথম ম্যাচেই স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে নেপাল। একই দিন অন্য ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। প্রতিটি দলই গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে। বাছাই পর্বের ‘এ’ গ্রপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স পর্বে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে।
বিশ্বকাপ বাছাই পর্বের গ্রুপ ম্যাচের সূচি-
১৮ জুন-
জিম্বাবুয়ে বনাম নেপাল – হারারে স্পোর্টিং ক্লাব
ওয়েস্ট ইন্ডিজ বনাম যুক্তরাষ্ট্র – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
১৯ জুন-
শ্রীলঙ্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, কুইন্স স্পোর্টস ক্লাব
আয়ারল্যান্ড বনাম ওমান – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২০ জুন-
জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস – হারারে স্পোর্টস ক্লাব
নেপাল বনাম যুক্তরাষ্ট্র – টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২১ জুন-
আয়ারল্যান্ড বনাম স্কটল্যান্ড -কুইন্স স্পোর্টস ক্লাব
ওমান বনাম সংযুক্ত আরব আমিরাত -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২২ জুন-
ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল -হারারে স্পোর্টস ক্লাব
নেদারল্যান্ডস বনাম যুক্তরাষ্ট্র -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৩ জুন-
শ্রীলঙ্কা বনাম ওমান, কুইন্স স্পোর্টস ক্লাব
স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত – বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৪ জুন-
জিম্বাবুয়ে বনাম ওয়েস্ট ইন্ডিজ -হারারে স্পোর্টস ক্লাব
নেদারল্যান্ডস বনাম নেপাল -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৫ জুন-
শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব
স্কটল্যান্ড বনাম ওমান -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব
২৬ জুন-
জিম্বাবুয়ে বনাম যুক্তরাষ্ট্র -হারারে স্পোর্টস ক্লাব
ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস -টাকাশিঙ্গা ক্রিকেট ক্লাব
২৭ জুন-
শ্রীলঙ্কা বনাম স্কটল্যান্ড -কুইন্স স্পোর্টস ক্লাব
আয়ারল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত -বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব