নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি (পিসিএমপিএলসি) ৩৫০ কোটি টাকার দীর্ঘমেয়াদী ঋণ চুক্তি সাক্ষর করলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কো¤পানি লিমিটেড (ইডকল) এর সাথে ।
উক্ত স্বাক্ষর অনুষ্ঠানটি ২৫ মে, ২০২৩ তারিখে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা, ঢাকায় অনুষ্ঠিত হয়।
পিসিএমপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক এবং ইডকল এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলমগীর মোর্শেদ ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিসিএমপিএলসি-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার- জনাব মোঃ সেলিম রেজা, এফসিএ এবং কো¤পানি সেক্রেটারি- কাজী মোঃ শফিকুর রহমান এবং ইডকলের চিফ ইনভেস্টমেন্ট অফিসার- জনাব নাজমুল হক।