প্রয়োজনে সংসদ নির্বাচনে আরও কঠোর হবে ইসি: রাশেদা
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবেশ-পরিস্থিতি কঠোর হতে ডিমান্ড করলে (তৈরি হলে) নির্বাচন কমিশন (ইসি) আরও কঠোর হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার রাশেদা সুলতানা।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে রাশেদা সুলতানা বলেন, ‘যদি পরিবেশ-পরিস্থিতি ডিমান্ড করে আরও কঠোর হতে, তাহলে আমরা আরও কঠোর হবো। পরিবেশ পরিস্থিতি যদি বলে এভাবে চললেই হবে, তাহলে আমরা এভাবেই চলবো। এটা পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে।’
কমিশনের একটাই ইচ্ছা জানিয়ে এই কমিশনার বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন করবো। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, জনগণ বলতে পারবে—আমার ভোটটা আমি দিয়েছি।’
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন কেমন হয়েছে জনগণ তা দেখেছে জানিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘জনগণ এর রায় দেবে। আমরা সবসময় চেয়েছি, এখনো চেয়েছি, ভবিষ্যতে চাইবো—আমাদের ইলেকশন যতগুলো আমরা করবো, সব যেন সুষ্ঠু হয়। মানুষ এসে যেন ভোট দিয়ে চলে যেতে পারে। এটাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য। শুধু সিটি করপোরেশন ইলেকশন কেন? যে কয়টা বাকি আছে ও জাতীয় নির্বাচন—আমরা এই নীতিতে থাকবো। এটাই আমরা করবো৷’