আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৭ জুন ২০২৩, বুধবার |

kidarkar

এমটিবি ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবসের ৫০তম বার্ষিকী এবং এই বছরের প্রতিপাদ্য-‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ উদযাপনের লক্ষ্যে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি, অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটির (আভাস) সহযোগিতায় বরগুনার আয়লা পাতাকাটার উপকূলীয় অঞ্চলের নারীদের মাঝে চলমান ‘উপকূলীয় নারীদের জন্য পরিবেশ-বান্ধব উদ্যোগের মাধ্যমে বিকল্প জীবিকার ব্যবস্থাকরণ’ প্রকল্পের অংশ হিসেবে আম ও পেয়ারার চারা বিতরণ করেছে। এই বছরের প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে, তাদের জমা দেওয়া প্লাস্টিক সামগ্রীর বিনিময়ে উপকারভোগীদের হাতে চারা তুলে দেওয়া হয়। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে একযোগে প্লাস্টিক বর্জন ও এর ব্যবহার সম্পর্কে একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।

সিএসআর কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে, এমটিবি ফাউন্ডেশন ২০২২ সালেও বিশ্ব পরিবেশ দিবসে উপকূলীয় অঞ্চলের এই নারী গোষ্ঠীর মাঝে ‘ডুয়ার্ফ’ নারকেল গাছ প্রদানের মাধ্যমে একটি উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছিল। উদ্দেশ্য ছিল বিকল্প ও পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আর্থিক ক্ষমতায়ন বৃদ্ধি করা।

এমটিবি ফাউন্ডেশনের সিইও, সামিয়া চৌধুরী ও অ্যাসোসিয়েট, গোলাম রাব্বানী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.