মে মাসে সড়কে ঝরেছে ৬৩১ প্রাণ
নিজস্ব প্রতিবেদক : সড়কে মৃত্যু কমছেই না। গত মে মাসে সারাদেশে সড়কপথে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৬৩১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন।
দেশের আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে দেশের একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত দেশে ১ হাজার ৬২টি মোটরবাইক দুর্ঘটনায় আহত ১ হাজার ১৮৭ জন এবং নিহত হয়েছেন ৫০ জন; ১ হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনায় আহত ১ হাজার ৭৫২ এবং নিহত হয়েছেন ৬২ জন। একই সময়ে নির্ধারিত গতিসীমা না মেনে, পরিবহন মালিকদের উদাসীনতা ও সতর্কতা অবলম্বন না করায় বিশ্রাম না নিয়ে টানা ১২ থেকে ২০ ঘণ্টা বাহন চালনাসহ বিভিন্ন নিয়ম না মানায় ১ হাজার ৬০৫টি বাস দুর্ঘটনায় আহত ১ হাজার ৮৫৩ এবং নিহত হয়েছেন ২৬৩ জন।
এছাড়া দায়িত্বে অবহেলা, স্থানীয় পুলিশ-প্রশাসনের দুর্নীতিসহ বিভিন্নভাবে সড়ক-মহাসড়কে অবৈধ বাহন নসিমন-করিমন এবং অন্যান্য তিন চাকার বিভিন্ন ধরনের বাহনে ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ এবং নিহত হয়েছেন ২৫৬ জন।
২২টি জাতীয় দৈনিক, ২০ টিভি চ্যানেল, জাগো নিউজসহ ৮৮টি নিউজ পোর্টাল অনলাইন নিউজ পোর্টাল এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সেভ দ্য রোডের এ প্রতিবেদনে আরও জানানো হয়, ১ থেকে ৩০ মে পর্যন্ত দেশের নৌপথে দুর্ঘটনা ঘটেছে ৫২টি। এতে আহত ৯৭ জন এবং নিহত হয়েছেন ১১ জন। রেলপথে ৪১টি দুর্ঘটনায় আহত ৫৮ এবং নিহত হয়েছেন ২১ জন। আকাশপথে কোনো দুর্ঘটনা না ঘটলেও বিমানবন্দরের অব্যবস্থাপনা, দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণে প্রতিনিয়ত প্রবাসীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়ক, নৌ ও রেলপথ দুর্ঘটনামুক্ত করতে মালিক-শ্রমিক, প্রশাসনিক এবং সাধারণ জনগণের সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে সেভ দ্য রোড মনে করে। সংগঠনটি গত ১৪ বছর ধরে এ চার পথ দুর্ঘটনামুক্ত করতে কাজ করে যাচ্ছে।