নিজস্ব প্রতিবেদক: কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা ও অধিকার রক্ষায় আইএফআইসি ব্যাংক কর্মশালার আয়োজন করেছে। মানবসম্পদ বিভাগের উদ্যোগে গত শনিবার (জুন ১০,২০২৩) অনলাইনে অর্ধ-দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকটির প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা-উপশাখা থেকে ব্যাংকের কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট মানবসম্পদ প্রশিক্ষক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের জাতীয় লিঙ্গ সমতা বিষয়ক বিশেষজ্ঞ পারভিন এস হুদা। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে থাকে।