আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের পর আবারও আফগানিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। চোটের কারণে সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকলেও ফিটনেস টেস্টে পাশ করে একাদশে আছেন তাসকিন আহমেদ।
এদিকে তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে জায়গা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। যেখানে তার সঙ্গী জাকির হাসান। একাদশে দুই স্পিনারের সঙ্গে তিন পেসার। সফরকারী আফগানিস্তানও খেলছে একাদশে নিয়ে পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ- জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেন।
আফগানিস্তান একাদশ- ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, হাসমতউল্লাহ শাহিদী, রহমত শাহ, নাসির জামাল, আফসার জাজাই, করিম জানাত, আমির হামজা, জাহির খান, নিজাত মাসৌদ এবং ইয়ামিন আহমদজাই।