টেক্সাসে ভয়াবহ টর্নেডোয় নিহত ৩, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস। বৃহস্পতিবার (১৫ জুন) মার্কিন অঙ্গরাজ্যটির উত্তরাংশে ভয়াবহ এ ঝড়ের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
এর আগে থেকেই প্রতিকূল আবহাওয়ার সতর্কতায় ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমাঞ্চলের একাধিক রাজ্য। উত্তপ্ত আবহাওয়া, বজ্রঝড়, শিলাবৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল এ অঞ্চল। কলোরাডো, ওকলাহোমা, আরকানসাস এবং ফ্লোরিডার কিছু অংশে টর্নেডো, তীব্র বজ্রঝড় এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছিল।
পেরিটনের দমকল বাহিনী প্রধান পল ডাচার এবিসি নিউজকে বলেছেন, ঝড়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিভিন্ন মাত্রায় আহত আনুমানিক ১০০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু রোগীকে ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে।
রাজ্যটির এক আইনপ্রণেতা ফেসবুকে বলেছেন, টর্নেডোয় বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি একটি গুরুতর পরিস্থিতি।