জিবিবি পাওয়ার প্লান্টের মেয়াদ শেষ
নিজস্ব প্রতিবেদক : পুজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্টের মেয়াদ ১৬ জুন ২০২৩ তারিখে শেষ হয়েছে। এই অবস্থায় কোম্পানিটির প্লান্ট বন্ধ করার জন্য বলেছে বিপিডিবি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,জিবিবি পাওয়ার ২০০৬ সালের ১৭ অক্টোবর প্রাইভেট কোম্পানি হিসেবে গঠিত হয়েছে। পরবর্তীতে পাবলিক কোম্পানিতে রুপান্তর হয়। কোম্পানিটি বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে চুক্তির মাধ্যমে রেন্টাল ভিত্তিতে বগুড়ায় ১৫ বছর মেয়াদি পাওয়ার প্লান্ট তৈরী করে। যার মেয়াদ শেষ হয়েছে ১৬ জুন। তবে কোম্পানিটি থেকে এই সময়সীমা বাড়ানোর আবেদন করা হলেও তাতে সরকার এখনো সাড়া দেয়নি। ফলে কোম্পানিটির প্লান্ট বন্ধ করে দেওয়া হবে।