আজ: মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ইং, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ জুন ২০২৩, সোমবার |

kidarkar

ব্র্যাক ব্যাংকের ক্যাফেতে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস পেমেন্ট প্রসার কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে, ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়াগুলোতে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালু করেছে।

ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন যাবৎ ‘ক্যাশলেস বাংলাদেশ’ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের অংশীদার। ইন-হাউস ক্যাফেতে নগদবিহীন পেমেন্ট চালুর মাধ্যমে ব্যাঙ্কের সহকর্মীদের মধ্যে ডিজিটাল পেমেন্টের অভ্যাস গড়ে উঠবে।

গত মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের পরিচালক মোঃ মোতাছিম বিল্লাহ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ের ক্যাফেটেরিয়ায় আনুষ্ঠানিকভাবে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালু করেন। পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক শাহ জিয়া-উল হক, অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং যুগ্ম পরিচালক সালাহউদ্দিন মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংক’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফও এম. মাসুদ রানা এফসিএ, ডিএমডি অ্যান্ড সিওও মো: সাব্বির হোসেন, ডিএমডি অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম, ডিএমডি অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন, ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআইএস মো: শাহীন ইকবাল সিএফএ, হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক এবং উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ইন-হাউস ফুড কোর্টে খাবার গ্রহণের সময়, ব্যাংকের কর্মকর্তারা বাংলা কিউআর’র মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর ফলে তারা স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা ও দ্রুত সেবা পাবেন।

ব্র্যাক ব্যাংক দৈনন্দিন লেনদেনে নগদের ব্যবহার কমাতে এবং ক্যাশলেস পেমেন্ট প্রসারের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করছে। এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা কিউআর পেমেন্ট চালু করেছে এবং ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ কার্যক্রমের অংশ হিসেবে গবাদি পশুর হাটে ডিজিটাল পেমেন্টে অগ্রণী ভূমিকা পালন করছে।

ব্র্যাক ব্যাংক সবসময় বাংলাদেশের ব্যাংকিং খাতে ডিজিটাল ট্রান্সফর্মেশনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সহকর্মীদের স্বাচ্ছন্দ্য এবং অর্থ প্রদানের সহজতা আনতে ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে। বাংলা কিউআর বাস্তবায়ন ক্যাশলেস সমাজ গঠনে ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণস্বরূপ।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.