পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে যেতে পাকিস্তানের লক্ষ্যটা ছিল ৬০ রানের। শুরুতেই পাকিস্তানের মেয়েদের চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। শেষ দিকে জিততে দুই ওভারে ২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। সেখান থেকে শেষ ওভারে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ১৩ রান। তবে শেষ পর্যন্ত সেটি করতে পারেনি পাক নারীরা। ফলে ৬ রানের জয়ে নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার (২০ জুন) মং ককে প্রথমে ব্যাট করতে নেমে ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান করে বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে ম্যাচ ভেসে যাওয়ায় রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচেও বাধা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য কমে হয় ৯ ওভার।
বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন। আর রাবেয়া খাতুন অপরাজিত থাকেন ১০ রানে। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৩টি, আনোশা নাসির ২টি ও তুবা হাসান ১টি উইকেট শিকার করেন।
৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারুফা আক্তারের প্রথম ওভারে মাত্র ২ রান সংগ্রহ করে পাকিস্তান। তবে দ্বিতীয় ওভারে ১৪ রান তুলে নেয় তারা। সানজিদা মেঘলার ওই ওভারে ১টি ছয় ও ২টি চার হাঁকায় পাকিস্তান।
এরপর বোলাররা দারুণ বোলিং করে ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন হয় ১৩ রান। তবে সানজিদার বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ৬ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।